সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
বিনোদন ডেস্ক :: অভিনেতা না হয়ে বরং ক্রিকেটার হওয়ারই কথা ছিল সাইফ আলী খানের। কারণ বাবা মনসুর আলী খান পতৌদি ছিলেন ভারত ক্রিকেট দলের একজন জাদরেল খেলোয়াড়।
তবে অভিনেত্রী মা শর্মিলা ঠাকুরকেই অনুসরণ করেছেন সাইফ।
ক্রিকেটকে ক্যারিয়ার হিসাবে না নিলেও ক্রিকেটার বাবার কীর্তি নিয়ে কেউ প্রশ্ন তুললে মোটেই ছাড় দেন না এ অভিনেতা।
তেমনই ছাড় দেননি ক্রিকেটের সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার জিওফ্রে বয়কটকে।
একবার জিওফ্রে বয়কটের ওপর ক্ষেপে গিয়েছিলেন সাইফ।
সেই সময় এর কারণ না জানা গেলেও সম্প্রতি স্পোর্টস ক্রীড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সেই রহস্য উন্মোচন করলেন সাইফ।
তিনি বলেন, বয়কটকে আমি খুবই পছন্দ করি। কিন্তু একদিন আমাকে খুবই রাগিয়ে দিয়েছিলেন তিনি। বয়কট সেদিন বলেছিলেন– আমি তোমার বাবার ব্যাপারে শুনেছি, কারও পক্ষে এক চোখ দিয়ে টেস্ট খেলা সম্ভব নয়।
বয়কটের এ কথায় ক্ষেপে যান সাইফ।
তিনি বয়কটকে প্রশ্ন ছুড়েন– আপনার কি ধারণা আমার বাবা মিথ্যা বলছেন?
জবাবে বয়কট বলেছিলেন, হ্যাঁ, আমার ধারণা তোমার বাবা এটি বানিয়ে বলেছে।
বাবাকে নিয়ে বয়কটের এমন কটাক্ষ সহ্য হয়নি সাইফের। জবাবে বয়কটকে কি বলেছিলেন তা না জানালেও ব্যাপারটি বাবার কান পর্যন্ত পৌঁছান।
সাইফ বলেন, বয়কটের এই কটাক্ষ আমি আমার বাবাকে জানিয়েছিলাম। এতে তিনি খুবই বিরক্ত হয়েছিলেন।
জবাবে বাবা বলেছিলেন, দুই চোখ নিয়ে আমি ছিলাম অবিশ্বাস্য ভালো। এক চোখ নিয়ে আমি শুধু ভালো ছিলাম।
উল্লেখ্য, পতৌদির নবাব মনসুর আলী ১৯৬১ সালে ইংল্যান্ডে এক গাড়ি দুর্ঘটনায় ডান চোখ হারান। পরে এক চোখ নিয়েই ৪৬ টেস্ট খেলেন। এর মধ্যে ৪০টিতেই দলের অধিনায়ক ছিলেন। এক চোখা নবাবের অধীনেই প্রতিপক্ষের মাঠে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি