জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সাধারণ অভিভাবক সদস্য পদে বিরতিহীন ভোটগ্রহণ চলে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আজিজুল হক খোকনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ, বাউরভাগ উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক আব্দুল জলিল, সারীঘাট উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক বদিউল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ নির্বাচন পরিদর্শন করেন।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার ৪ জন প্রার্থীকে সাধারণ অভিভাবক সদস্য পদে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলো আব্দুল জব্বার ছাতা মার্কায় ৩১৩ ভোট (১ম), সুশেন দেব ফুটবল মার্কায় ২৩৯ ভোট (২য়), আতিক আহমদ সুমন দোয়াত কলম মার্কায় ২০৫ ভোট (৩য়) ও সোহেল আহমদ আনারস মার্কায় ১৯৪ ভোট (৪র্থ)।

সাকিব আহমেদ / ১০ জানুয়ারি