সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২
সংবাদ বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, খালেদা জিয়া ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকে না। তাই আমরা কেউ ভাল নেই। সরকার ক্ষমতায় আসার পর বিএনপি ও জিয়ার পরিবারের উপর ব্যাপক জুলুম নিপীড়ন চালিয়ে আসছে। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে।
তিনি সোমবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার দরবস্ত বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক এ.বি.এম জাকারিয়ার সভাপতিত্বে ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, মামুনুর রশিদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ।
বিএনপি নেতা হাফিজ জালাল মেম্বারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সারওয়ার রেজা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, যুবদল নেতা শাহেদ আহমদ ও শিফু আহমদ প্রমুখ।
কাউন্সিলে গোপন ভোটের মাধ্যমে সভাপতি পদে আব্দুর রশিদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক পদে আব্দুল হাফিজ ও সাংগঠনিক সম্পাদক পদে ইমতিয়াজ আলী নির্বাচিত হন। এছাড়া কাউন্সিলে সর্বসম্মসতিক্রমে আব্দুল আহাদকে সিনিয়র সহ-সভাপতি ও মামুনুর রশীদকে ১ম যুগ্ম সম্পাদক করে জৈন্তাপুর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি