সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
অজয় বৈদ্য অন্তর:: সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসেন। এটা ছিলো দেশের জন্য বড় অর্জন ও সম্মান বক্তব্যে তিনি একথা বলেন।
আজ সোমবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অধ্যাপক জাকির হোসেন বলেন, সিসিকের মেয়র আওয়ামীলীগের কাঁধে বসে বন্দুক শিকারে পটু। প্রধানমন্ত্রী শেখহাসিনা যে প্রকল্প রাষ্ট্রপতি ড. আব্দুল মোমেনের মাধ্যমে যে প্রকল্প অনুমোদন বরেছেন এ নিয়ে সিসিক মেয়র প্রকল্পবাজী করছে।
তিনি আরো বলেন, আগামী ১৫ জানুয়ারি রেজিষ্টারাী মাঠে মহানগর আওয়ামীলীগের কর্মসূচী পালন করা হবে। আমাদের সিলেটের উন্নয়নে সবাইকে আরো সোচ্ছার হতে হবে। স্বাধীন স্বদেশে ফিরে বঙ্গবন্ধু দেশকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবার দায়িত্ব গ্রহণ করেন; কিন্তু একাত্তরের পরাজিত শত্রুরা জাতির জনককে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির অগ্রযাত্রাকে রুদ্ধ করে দেয়।
কিন্তু আমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসি, দেশকে ভালোবাসি তাহলে সবাই মিলে আবারো সম্পৃক্ত হই দেশ ও জাতির স্বার্থে।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রসঙ্গ টেনে বলেন, ইতোমধ্যে পানির বিল বৃদ্ধির জন্য মহানগর আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে। পানির বিল সহনীয় পর্যায়ে আনার আহবান জানানো হয়েছিল। কিন্তু সিসিক’র পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সেজন্য মহানগর আওয়ামী লীগ কর্মসূচী ঘোষণা করছে। আগামী ১৫ জানুয়ারি শনিবার রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল বের করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিসিক’র উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রীর সার্বিক সহযোগিতায় সিসিককে ১২শ কোটি টাকা দিয়েছেন। কিন্তু এই টাকা নিয়েও প্রকল্প বাজি করা হচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। তিনি সকল নেতা-কর্মীকে কর্মসূচিতে উপস্থিত থাকার আহবান জানান। পাশাপাশি তিনি বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য ইতোমধ্যে সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়েছে। এখন প্রতিটি ওয়ার্ডে ৩/৪ টি গণতান্ত্রিকভাবে ইউনিট (আঞ্চলিক) কমিটি গঠন করার আহবান জানান। সেক্ষেত্রে ওয়ার্ড আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, মো. সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সেলিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ মো. আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, মুক্তার খান, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সুদীপ দেব, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোকসানা পারভীন, জাফর আহমদ চৌধুরী, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক। সম্মানিত জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, কানাই দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিবৃন্দ হায়দার মো. ফারুক, মুহিবুর রহমান সাবু, হাজী মো. ছিদ্দেক আলী, দেলোওয়ার হোসেন রাজা, মো. নিজাম উদ্দিন ইরান ও সাধারণ সম্পাদবৃন্দ নজরুল ইসলাম নজু, এডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, শেখ সুরুজ আলম, মো. বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, এডভোকেট বিজয় কুমার দে।
এবিএ/ ১১ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি