সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
সিলনিউজ ডেস্ক:: ঘটনাটি ভারতের মধ্য প্রদেশের। রাকেশ রানা নামের এক পুলিশ কনস্টেবলকে চুল ও গোঁফ না কাঁটায় বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে বিতর্কের শুরু হওয়ার পর তাকে কাজে ফেরানো হয়েছে। জানা গেছে, রানার সাময়িক বরখাস্তের আদেশ যথাযথ কর্তৃপক্ষ না দেওয়ার কারণে তাকে কাজে ফেরার নির্দেশ নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
মধ্যপ্রদেশ পুলিশ সদর দফতরের ডিআইজির জারি করা সোমবারের আদেশে বলা হয়, রাকেশের সাময়িক বরখাস্তের আদেশ যথাযথ কর্তৃপক্ষের তরফ থেকে না আসায় তা প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, রাকেশ রানা নামে ওই কনস্টেবল মধ্য প্রদেশের পুলিশের পরিবহন শাখায় চালক পদে নিয়োজিত। তাকে তার গোঁফ কাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই নির্দেশনা মানেননি। এরপরই তাকে প্রত্যাহার করা হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সমালোচনা হয়।
তখন দাবি করা হয়, রানার গোঁফ অন্যান্য কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে নির্দেশনায় রানার গোঁফ না কাঁটার বিষয়কে তার ‘আত্মসম্মানের বিষয়’ বলে অভিহিত করা হয়েছে। এদিকে রানা তখন ঘোষণা দেন, তিনি একজন রাজপুত এবং গোঁফ তার কাছে গর্বের।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি