সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
অনলাইন ডেস্ক
সানি লিওনের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউডের গায়ক মিকা সিং। তাও যেকোনো সময় নয়, ভোর ৪টায়। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে গিয়ে এ কথা জানালেন মিকা সিং। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিওনও।
রাতভোরেও আতিথেয়তায় কমতি রাখেননি সানি। সে কথা আজও স্পষ্টভাবে মনে রেখেছেন মিকা। এ কথা শেষ করার সঙ্গে সঙ্গেই মিকা বলে ওঠেন, ‘ভোররাতে সানির বাড়ি হানা দিয়েছিলাম শুনে আবার কেউ ভুলভাল খারাপ কিছু ভেবে বসবেন না যেন।’ বলি-গায়কের মুখে এ কথা শোনায় দুষ্টু হাসি খেলে গেছে কপিলের মুখে।
মিকার কথায়, ‘একবারই যুক্তরাষ্ট্রে সানির বাড়িতে গিয়েছিলাম। তাও ভোর ৪টার সময় পৌঁছেছিলাম সেখানে। কারণ আগের রাতে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম। তাই দেরি হয়ে গিয়েছিল সানির বাড়ি পৌঁছতে।’ তবে সানির বাড়ির কারুকার্য যে মিকার দারুণ লেগেছিল সে কথাও এই শোতে খোলাখুলি জানিয়েছেন তিনি।
মিকা বলেন, ‘আমার জন্য সেদিন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়াবার যা করেছিলেন তা হৃদয় ছুঁয়ে গিয়েছিল। ড্যানিয়েল এমনিতেই ভারি মিষ্টি মানুষ। অত রাতে আমার জন্য তাঁরা দুজন মাইল পিৎজা তৈরি করেছিলেন। সঙ্গে গরম গরম কফি।’ মিকার কথা শেষ হওয়া মাত্রই কপিলের ফুট, ‘আর হ্যাঁ, আতিথেয়তার ব্যাপারে সানি তো দারুণ হবেনই। আদতে মেয়েটি যে ভারতীয়।’ কপিলের কথা শুনে এক গাল হাসিমুখে জোর গলায় ‘চক দে ফট্টে’ বলে ওঠেন এই বলি-সুন্দরী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি