সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
সিলনিউজ ডেস্ক ::বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে আজ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ হাজার ৪শ’ ৫০ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪২৮ জনের করোনা ছিলো পজেটিভ।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৫ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোন রোগী হাসপাতালে ভর্তি হননি কিংবা ছাড়পত্র নিয়ে কেউ বাড়ি যায়নি। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ৪ জন রোগী।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত সোমবার রাতে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ৪.৪৬ ভাগ করোনা শনাক্ত হয়েছে। ৬৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ জনের।
শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৪শ’ ৪৮ রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৩শ’ ৫৮ জনের করোনা পজেটিভ ছিলো।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি