সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
সিলনিউজ ডেস্ক ::উত্তরের জেলা পঞ্চগড়ে কমে যাচ্ছে বোরো ধানের আবাদ। বিপরীতে এবার বেড়েছে গমের চাষ। চাষিরা বলছেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে বোরো ধান থেকে এবার মুখ ফিরিয়ে নিয়েছেন তারা। কারণ বোরো ধানে খরচ বেশি। সেই তুলনায় গমের উৎপাদন খরচ কম। লাভ বেশি। তাই বোরো ধানের জমিতে এবার গমের আবাদ করেছেন তারা।
চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত নভেম্বর মাসে হঠাৎ করেই ডিজেলের দাম বাড়িয়ে দেয় সরকার। আগে ৬৫ টাকা থাকলেও প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয় ডিজেলের দাম। ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে চাষিরা বোরো আবাদ থেকে মুখ ফিরিয়ে নেন। তারা বলছেন, বোরো আবাদে কয়েকবার সেচ দিতে হয়। আগে প্রতি বিঘা জমিতে সেচ দিতে ২ হাজার ৫০০ টাকা খরচ হতো। কিন্তু এবার খরচ হবে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকার মতো। প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ মন ধান উৎপাদন হতে পারে। সেচ, সার ও শ্রম খরচ বাদ দিলে এবারে বোরো আবাদে খুব বেশি লাভ হবে না। তবে ধানের বিক্রয় মূল্য বাড়ালে বোরো আবাদে আবার ফিরবেন তারা।
অন্যদিকে গমের আবাদে সেচের খরচ কম। কারণ গমে খুব বেশি সেচ লাগে না। অন্যান্য খরচও কম। তাই গমে এবার বেশি লাভের আশা করছেন তারা। বিশেষ করে তেতুলিয়া উপজেলার মাটিতে পানির ধারণ ক্ষমতা কম। তাই এই উপজেলায় বেশি পরিমাণে সেচ দিয়ে পানি দিতে হয়। খরচও তাই বেড়ে যায়। তাই এই উপজেলার অধিকাংশ কৃষক এবার বোরো বাদ দিয়ে গমের আবাদে ঝুঁকেছেন।
এই উপজেলার বৈরাগীগজ গ্রামের চাষি জবেদ আলী জানান, প্রতিবছর বোরো আবাদ করতাম। কিন্তু এবার ডিজেলের দাম বেড়ে যাবার কারণে বোরো আবাদ করিনি। এবার গম চাষ করেছি। বোরোতে খরচ বেশি। এবার আরও বেশি খরচ হবে। সেই তুলনায় লাভ হবে না। বরং গমের ন্যায্য মূল্য পেলে এবার লাভ হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০২০-২১ সালে এই জেলায় ১৮ হাজার ৬০ হেক্টর জমিতে গমের আবাদ হয়। এ বছর প্রায় ২২ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। অন্যদিকে গত বছর ৩০ হাজার ৯২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এবারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৫০০ হেক্টর। প্রতিবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছড়িয়ে গেলেও এবার লক্ষ্যমাত্রা থেকে বোরো আবাদ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহ মো. শাখাওয়াত হোসেন প্রিন্স জানান, ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য মূলত বোরো আবাদ কমেনি। চাষিরা আসলে অন্য ফসলের দিকে ঝুঁকছেন। এবারে বোরো আবাদ কমতে পারে। কারণ চাষিরা এবার গম ও ভুট্টা আবাদ বেশি করছেন।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি