কুমার বিশ্বজিৎ,বইমেলায় আসছে আত্মজীবনী

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

কুমার বিশ্বজিৎ,বইমেলায় আসছে আত্মজীবনী

বিনোদন ডেস্ক :: সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জীবনের জানা-অজানা নানা কথা এবার আসছে বইয়ের পাতায়। এই গায়কের আত্মজীবনী প্রকাশ হচ্ছে আসন্ন একুশে বইমেলায়। কুমার বিশ্বজিতের আত্মজীবনী লিখেছেন আরেক সংগীতশিল্পী ও প্রকাশক জয় শাহরিয়ার। নাম অপ্রকাশিত বইটির পান্ডুলিপি এরই মধ্যে কুমার বিশ্বজিতের হাতে তুলে দিয়েছেন তিনি। এই কিংবদন্তি গায়ক অনুমতি দেওয়ার পরই বইটি ছাপানোর কাজ শুরু হবে। ২৮ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে এর মোড়ক উন্মোচন হবে।

সাকিব আহমেদ / ১১ জানুয়ারি