জামাতের নাশকতা মামলার চার্জসীট ভুক্ত আসামী মঞ্জুর হোসেন কর্তৃক এস.আই.ইউ’র দুই শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন (ভিডিও)

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

জামাতের নাশকতা মামলার চার্জসীট ভুক্ত আসামী মঞ্জুর হোসেন কর্তৃক এস.আই.ইউ’র দুই শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন (ভিডিও)

অনলাইন ডেস্ক :; সোমবার দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির ও সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমানের উপর জামাতের নাশকতা ও জালিয়াতি মামলার চার্জসীট ভুক্ত আসামী মঞ্জুর হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার কর্তৃক বানোয়াট মিথ্যা মামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মনির উদ্দিন এর সভাপতিত্বে আইন বিভাগের সেকশন অফিসার সৈয়দ জয়নাল আবেদীন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে প্রধানমন্ত্রীর প্রটৌকল অফিসার আবু জাফর রাজুর আপন বোনের জামাতা সিলেটের জামাতের রোকন সদস্য এবং বিভিন্ন নাশকতা ও জালিয়াতি মামলা চার্জশীটভুক্ত পলাতক আসামী (বিশেষ ক্ষমতা আইন ৬৭/১৯ ও কোতোয়ালী থানা মামলা নং-৫৩, তারিখ:- ২৫/১১/২০১৮ইং, ধারা ১৯৭৪ সনের বিশেষ ক্ষমা আইনের ২৫(ডি)) মঞ্জুর হোসেন তার স্ত্রী’কে দিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত দুইজন শিক্ষকের বিরুদ্ধে গত ১৯/০৭/২০২০ইং তারিখে সিলেটের কোতোয়ালী থানায় দায়েরকৃত সাজানো ও বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার করে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে ঘাপটি মেরে বসে থাকা প্রটৌকল অফিসার ও জালিয়াতির মামলার চার্জশীট ভুক্ত ৮নং আসামী (অভিযোগ পত্র নং ৩০২, তাং ২৭/০৭/২০১৮, কোতোয়ালী থানা সিলেট ) আবু জাফর রাজুর প্রত্যাহার ও অপসারন এর জোর দাবী জানান। তিনি আরও বলেন এই জালিয়াত চক্র ইতোপূর্বে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দখল করার প্রয়াসে ষড়যন্ত্রমূলক বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় জালিয়াতির মাধ্যমে ট্রাস্ট দলিল সৃজন ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নামিয় ১২টি এফডিআর এর মূল রশিদ চুরির অভিযোগে ইতোপূর্বে দুইটি ফৌজদারীর মামলা (কোতোয়ালী জি.আর ৩০০/২০১৪ ও কোতোয়ালী জি.আর ৪৮০/২০১৯) দায়ের করার প্রেক্ষিতে তদন্ত পূর্বক মঞ্জুর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জশীট তৈরী পূর্বক পুলিশ আদালতে দাখিল করেছে এবং আদালত কর্তৃক গৃহীত হয়েছে। উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্টার নসরত আফজা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মোঃ তারেক উদ্দিন তাজ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটৌকল অফিসার আবু জাফর রাজু সিলেট জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করার প্রয়াসে আপন ভগ্নীপতি জামাত নেতা মঞ্জুর হোসোনের মাধ্যমে ছায়া হিসেবে কাজ করে যাচ্ছেন।

https://www.facebook.com/sylnewsbd2017/videos/328117218230018

এ সংক্রান্ত আরও সংবাদ