কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এখন তিনি নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। চিকিৎসা নিচ্ছেন। করোনার তেমন জোরালো উপসর্গ নেই বলেও জানিয়েছেন।

ভারতীয় পত্রিকা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব খবরত পরিবেশন করা হয়।

এর আগে গত ২ জানুয়ারি তিনি মালদহে বইমেলা উদ্বোধনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর সর্দি–কাশিতে আক্রান্ত হন। এরপরে তিনি করোনার নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার সেই নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত তাঁর বড় কোনো সমস্যা দেখা দেয়নি।

উল্লেখ্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৯ দিন ধরে অসুস্থ।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, ‘আমার অসুস্থতার ৯ দিন হয়ে গেছে। এ কদিনে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে খাবারে স্বাদ পাচ্ছি না। মুখে রুচি নেই। ঘুমঘুম ভাব। পেটের সমস্যাও আছে। তাই বাড়িতেই আইসোলেশনে আছি।’

তিনি জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যরা সংস্পর্শে এলেও তাঁরা সুস্থ আছেন। তবে মেয়ের সামান্য জ্বর আছে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বয়স ৮৬ বছর। ১৯৩৫ সালের ২ নভেম্বর বাংলাদেশের বৃহত্তর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিনি।