মুক্তিযুদ্ধকালীন জন্ম নেওয়া অনাকাঙ্ক্ষিতদের পরিচয়পত্র দেওয়া হবে

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২

মুক্তিযুদ্ধকালীন জন্ম নেওয়া অনাকাঙ্ক্ষিতদের পরিচয়পত্র দেওয়া হবে

সিলনিউজ ডেস্ক:: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় জন্ম নেওয়া অনাকাঙ্ক্ষিত শিশুদের পরিচয়পত্র দেওয়া হবে। কারণ তারা মোটেই অনাকাঙ্ক্ষিত নয়। তারা একটা স্বাধীন দেশের প্রথম সন্তান। তাই তাদের আত্মপরিচয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা পথশিশু, যাদের অনেকের মা-বাবার নাম নেই, কিংবা যারা পরিত্যক্ত, ডাস্টবিনে ফেলে গেছে- তাদেরও পরিচয়পত্র দেওয়া হবে।

তিনি বলেন, যারা এখনো পর্যন্ত পরিচয়হীন তাদের একটা পরিচয়ের মধ্যে আনব। আপনি যে একটা পরিবারের অংশ সেটা তো একটা পরিচয়পত্রের মধ্যে দিয়ে আনতে হবে। স্মার্ট জাতীয় পরিচয়ের মধ্যে দিয়ে তা কিছুটা পূরণ করতে পারব।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশ রক্তের বিনিময়ে কেনা। আমরা সেই দেশের নাগরিক। এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে আমাদের ব্যক্তি জীবনে। এই স্মার্টকার্ড আমাদের ব্যক্তি জীবনকে ধন্য করেছে।

তিনি বলেন, ১৫০টা প্রতিষ্ঠানে এ স্মার্টকার্ড ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ স্মার্টকার্ড ছাড়া নাগরিকত্ব পূর্ণতা পায় না।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, রাজশাহী বিভাগের আঞ্চলিক কমিশনার মো. ফরিদুল ইসলাম।

বক্তব্য রাখেন- শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান শেষে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আশা করছি নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এজন্য আমাদের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপি নির্বাচনে জালালপুর ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ভোট বেশি হওয়ার বিষয়টি তদন্তর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে তিনি শাহজাদপুরের দ্বারিয়াপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি ও বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামের শ্বশুরবাড়ি পরিদর্শন করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছেন, তিনি বাঘাবাড়ি মিল্কভিটা রেস্ট হাউসে রাত্রিযাপন করবেন ও বুধবার সকালে তার শ্বশুরের নামে প্রতিষ্ঠিত ঘোড়শাল সাহিত্যিক বরকত উল্লাহ ডিগ্রি কলেজের একটি অনুষ্ঠানে যোগদান দিবেন। এরপর ৩ দিনের সফর শেষে তিনি বিকালেই ঢাকায় ফিরবেন।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
14151617181920
21222324252627
28293031   
       
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ