আসছে সুশান্তের বায়োপিক, অভিনয়ে টিকটক স্টার!

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

আসছে সুশান্তের বায়োপিক, অভিনয়ে টিকটক স্টার!

বিনোদন ডেস্ক :;
ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে নির্মিত বায়োপিকে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।

এবার তাকে নিয়ে বলিউডে তৈরি হতে যাচ্ছে বায়োপিক। এর নামটাও বেশ বির্তকিত – ‘সুইসাইড অউর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’ (আত্মহত্যা নাকি খুন, এক হারিয়ে যাওয়া তারকা)।

বিজয় শেখর গুপ্তের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন শমীক মৌলিক । এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

ছবির শিরোনামেই আলোচনায় চলে এসেছে বিষয়টি। সিনেপ্রেমীরা বিশেষ করে সুশান্তভক্তরা প্রবল আগ্রহে অপেক্ষা করছেন, সুশান্তের নাম ভূমিকায় অভিনয় করছেন কোন অভিনেতা?

এ নিয়ে বলিউডেও জল্পনা-কল্পনার শেষ নেই।

আনন্দবাজার জানিয়েছে, রূপালি পর্দার সুশান্তের ভূমিকায় দেখা যাবে না কোনো স্টারকিডকে। নেয়া হচ্ছে না কোনা জনপ্রিয় অভিনেতাকেও। এ নিয়ে পরিচালক-প্রযোজকদের মধ্যে গত কয়েকদিন ধরে বিস্তর আলোচনা শেষে তারা ঠিক করেছেন, সুশান্তের ভূমিকায় দেখা যাবে টিকটক স্টার শচীন তিওয়ারিকে। শচীন তিওয়ারি সেই টিকটক স্টার যিনি দেখতে অবিকল সুশান্তের মতোই। সুশান্তের মৃত্যুর পর রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন এই টিকটক স্টার।

ইতিমধ্যেই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে সুশান্তের হুবহু চেহার সেই টিকটক স্টার রহস্যময়তা নিয়ে হাসছেন।