সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাদের দলের ভেতরে ‘ধূম্রজাল’ সৃষ্টি হয়েছিল, এখন সেটা কেটে গেছে। দিন শেষে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন জাহাঙ্গীর কবির নানক। এই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারকে নিয়ে তিনি বলেছেন, তাঁর পায়ের তলায় মাটি নেই বলে নির্বাচন থেকে সরে যাওয়ার রাস্তা তৈরি করছেন।
নারায়ণগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। ঢাকার উপকণ্ঠের এই নগরীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের সঙ্গে আইভীর বিরোধ দীর্ঘ দিনের।
দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবারও আইভীকে মনোনয়ন দিলেও শামীম ওসমানদের পরিবার ঘনিষ্ঠদের তাঁর প্রতিদ্বন্দ্বী তৈমুরের প্রচারে দেখা যায়। দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র প্রার্থী হয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারিয়েছেন তৈমুর আলম খন্দকার। তবে তাঁর নির্বাচনী প্রচারে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। শামীম ওসমানও তৈমুরের পক্ষে কাজ করছিলেন বলে নৌকার প্রার্থীর শিবির থেকে অভিযোগ করা হয়েছিল।
এরমধ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে এসে এই নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন শামীম ওসমান।
তার পরদিন মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের খানপুরে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে দলের ভেতরে ‘ধূম্রজাল’ কেটে যাওয়ার কথা বললেন জাহাঙ্গীর কবির নানক। তৈমুর আলম খন্দকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘উনি কখনো বলেন বিএনপির প্রার্থী, আবার কখনো বলেন মানুষের প্রার্থী, আবার কখনো বলেন জনগণের প্রার্থী। উনি এবার বলছেন, কেল্লা ফতে।’
তৈমুর আলম খন্দকারকে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দয়া করে যাইয়েন না, আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের ফলাফলটা দেইখ্যা যান। তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল।’
নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচন নিয়ে উৎসাহ–উদ্দীপনা বয়ে যাচ্ছে। সেই আনন্দময় পরিবেশে কেউ যদি ছন্দপতন ঘটায় তাঁরা তা হতে দেবেন না।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সুত্র : প্রথম আলো
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি