সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
সিলনিউজ ডেস্ক:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বারবার অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেই। নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে বসে নির্বাচন পরিচালনা করারও হুমকি দিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তৈমূর। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় নিজের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের বাড়িতে সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন। তৈমূর বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক।
সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর এলাকায় ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে গণসযোগ করেন তৈমূর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত রাত (সোমবার) থেকে আমার সমর্থক ৩৭ নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। আমি এসপি সাহেবকে জানালাম নানক সাহেব ঘুঘুর ফাঁদ দেখানো শুরু করেছেন।’ তৈমূর আলম খন্দকার বলেন, ‘মনিরুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জে আমার নির্বাচন সমন্বয়ক। তাকে আগে গ্রেফতার করা হয়নি। আমি যেদিন মনোনয়নপত্র কিনেছিলাম সেদিন তিনি পাশে ছিলেন। যেদিন জমা দিই সেদিন পাশে ছিলেন। মার্কা যেদিন পেলাম সেদিনও ছিলেন। তখন তাকে গ্রেফতার করা হয়নি। এখন কেন হলো?’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঘুঘুর ফাঁদ দেখানোর কথা বলার ২৪ ঘণ্টার মধ্যেই নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা শুরু হয়েছে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি