সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
সিলনিউজ ডেস্ক:: দেশে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় হাসপাতালগুলোতে বাড়ছে কভিড রোগীর চাপ। এক মাসের ব্যবধানে দেশের কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৪১.৬৯ শতাংশ বেড়েছে। ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে বেড়েছে ৫৫.৩০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ হার আরও এক দফা বেড়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর এসেছিল গত ৯ সেপ্টেম্বর। ওই দিন শনাক্ত হয় ২ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮.৯৭ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি শনাক্ত হারের খবর এসেছিল ৪ মাসেরও বেশি সময় আগে, গত ৮ সেপ্টেম্বর। ওই দিন শনাক্তের হার ছিল ৯.০৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার রোগী শনাক্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন মাত্র ২৭৪ জন। শনাক্তের চেয়ে সুস্থতা কমে যাওয়ায় ক্রমেই বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। সুস্থ ও মৃত বাদে গতকাল দেশে সক্রিয় কভিড রোগী ছিল ১৮ হাজার ৮৯৫ জন। গত ১১ ডিসেম্বর এ সংখ্যা ছিল ৭ হাজার ১১২ জন। এক মাসে সক্রিয় রোগী দ্বিগুণের বেশি বেড়েছে। অধিকাংশ কভিড রোগী বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিলেও প্রতিদিন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে।
অধিদফতরের তথ্যে দেখা গেছে, গত ১১ ডিসেম্বর সারা দেশের কভিড হাসপাতালগুলোতে মোট ৮১৮ জন রোগী ভর্তি ছিল। গতকাল সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ জনে। এক মাসে বেড়েছে ৩৪১ জন বা ৪১.৬৯ শতাংশ। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন কভিড রোগীর প্রায় ৬০ শতাংশই ভর্তি রয়েছে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে। গতকাল ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৬৭৪ জন কভিড রোগী এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি ছিলেন ৪৮৫ জন। গত ১১ ডিসেম্বর ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৪৩৪ জন কভিড রোগী। এক মাসে বেড়েছে ২৪০ জন বা ৫৫.৩০ শতাংশ। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি কভিড রোগীর সংখ্যা বেড়েছে ৫৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে বেড়েছে ২৩ জন ও দেশের অন্যান্য হাসপাতালে ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে দুজন কভিড রোগীর মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। মারা গেছেন ২৮ হাজার ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার ৭৮ ভাগ হয়েছে ঢাকা বিভাগে। শনাক্ত রোগীর ৮০ ভাগ পাওয়া গেছে এ বিভাগে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি