সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে ৬ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
আসামিরা হল, উপজেলার তিমিরপুর এলাকার বাসিন্দা সেলিম মিয়া (৩৫), মো. রাসেল আহমেদ (৪৪), মিজান আহমেদ (১৯), ফরিদ মিয়া (৫৫), লিটন মিয়া (৪১) ও শাহারাজ মিয়া (৫০)।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, উপজেলার পূর্ব তিমিরপুর এলাকায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় পুলিশের সহযোগীতায় অভিযান চালানো হয়।
এ সময় মাদক সেবনের অভিযোগে ৬ জনকে আটক করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি বলেন, এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ।
এবিএ/১২ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি