সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
নিজস্ব প্রতিবেদক:: শহরতলির টুকেরবাজারে সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ বুধবার (১২ জানুয়ারি) সিলেটে বিএনপির সমাবেশ চলছে।
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার এই সমাবেশের সভাপত্বি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার টুকেরবাজারে আমাদের সমাবেশ চলছে। সমাবেশ হাজার হাজার জনতার উপস্থিতি ঘটেছে। দলীয় সকল পর্যায়রে নেতারাও উপস্থিতি রয়েছেন।
সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী জানান, সিলেট মহানগরীর বাইরে এই সমাবেশ আয়োজনের নির্দেশনা কেন্দ্রীয় বিএনপির। কারণ- ইতোমধ্যে শহরের ভেতরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, দলটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এ সমাবেশ বাস্তবায়নের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। স্থানীয় নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।
বিএনপির সমাবেশ থেকে আমাদের প্রধান আলোকচিত্রী সাবিক আহমদ জানান, বিএনপির পূর্ব ঘোষিত এই সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতি ঘটেছে। এখন স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। আছরের নামাজের পর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানান সাকিব। তিনি বলেন, সবধরণের বিশৃঙ্খলা এড়াতে সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিএ/১২ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি