পীরমহল্লা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

পীরমহল্লা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: এসএমপির বিমানবন্দর থানা পুলিশের অভিযানে পীরমহল্লা থেকে ১০৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) রাতে বিমানবন্দর থানার এসআই পলাশ চন্দ্র দাশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে (সিলেট-হ-১২-৫৯২৫) মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের সোপর্দ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে, ফেঞ্চুগঞ্জ ফরিদপুর গ্রামের তাহের আলীর ছেলে রাশেদ আহমদ (২২), বিয়ানীবাজারের বালিঙ্গা গ্রামের সানু মিয়ার ছেলে সবুজ হোসেন চৌধুরী (১৯), সবুজ বর্তমানে শাহপরাণ থানাধীন সোনারপাড়া নবারুন ৩৬০ নং বাসায় বসবাস করে আসছে।

এ সংক্রান্ত আরও সংবাদ