সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুক্তরাজ্যের বাংলা মিরর পত্রিকার সম্পাদক আব্দুল করিম গণি, দৈনিক প্রথম আলো উপজেলা প্রতিনিধি অমিত দেব, দৈনিক কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি আলী আহমদ, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক নয়া শতাব্দী উপজেলা প্রতিনিধি রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক রুম্মান আহমদ প্রমুখ।
মতবিনিময়কালে জগন্নাথপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি জগন্নাথপুরকে অপরাধমুক্ত ও অসহায়দের শতভাগ আইনের আশ্রয় নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, ওসি মিজানুর রহমান গতকাল মঙ্গলবার জগন্নাথপুর থানায় যোগদান করেন। তিনি এর আগে ঝিনাইদহ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
এবিএ/১২ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি