সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশায় করোনাবাইরাসে আক্রান্ত হয়ে শিল্পপতি শফিকুল ইসলাম শফিকের (৫০) মৃত্যু হয়েছে। রবিবার (১৯জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিল্পপতি শফিকুল ইসলাম উপজেলা সদরের মহদীপুর গ্রামের মৃত হাজী মুর্শেদ আলীর ছেলে।
সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার জানান, গত ১১ জুলাই ৫ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হলে ১৪ জুলাই ৫ জনের মধ্যে শফিকুল ইসলামের করোনা প্রজেটিভ রির্পোট আসে। তারপর থেকে তিনি উপজেলা সদরের কলেজ রোডস্থ নিজ বাসায় হোম আইসোলেশনে ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তীব্র শ্বাসকষ্ট
দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, সোমবার সকাল ৯টায় নিজ বাস ভবনের আঙ্গিনায় তার লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান জানান, করোনা আক্রান্তে মৃত শফিকুল ইসলামের বাড়িটি লকডাউন করে ওই পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া দ্রুত ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি