সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা তিনি। ছয় বছরের ক্যারিয়ারে এরই মধ্যে উপহার দিয়েছেন ডজনের বেশি সিনেমা। চরিত্রের কারণে বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে এবার ভিন্নরকম এক চ্যালেঞ্জিং অভিযান সম্পন্ন করেছেন বুবলী। বান্দরবানের একটি পাহাড়ের চূড়ায় উঠেছেন এই নায়িকা। বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, ‘এই মুহূর্তে বান্দরবানের নীলাচলের আশপাশে রয়েছি। ট্রেকিং করছি। মূলত একটি স্যানিটারি ন্যাপকিনের জন্য বিজ্ঞাপনের শুট চলছে এখানে। এই কাজটি আমার জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা। অনেক কষ্ট করতে হয়েছে এই কাজটির জন্য।’ বুবলী আরও জানান, খুব শিগগিরই বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে। এটি তাঁর ভক্তরা পছন্দ করবেন বলেও আশাবাদী এ নায়িকা। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি প্রকাশ্যে এসেছে বুবলী অভিনীত ‘তালাশ’ সিনেমার ফার্স্ট লুক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা সৈকত নাসির পরিচালিত সিনেমাটি। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন এ কে আজাদ আদর। এ ছাড়া শুটিং শেষে মুক্তির অপেক্ষায় শাকিব-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালনায় এটি পরিচালনা করেছেন তপু খান।
সাকিব আহমেদ / ১২ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি