নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

সিলনিউজ ডেস্ক:: নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ কমিটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিন্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্য করে নৌকা প্রার্থীর বিপক্ষে প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করায় সংগঠনের সভাপতি নির্মলরঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে নোয়াখালী পৌরসভা সেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন