সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
সিলনিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্র থেকে আসা দুই ডজনের বেশি বিমান চীনে নামতে দেওয়া হয়নি বলে জানা গেছে। করোনাভাইরাসের উচ্চমাত্রার সংক্রামক ওমিক্রণ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর বেইজিং সরকার এই সিদ্ধান্ত নিল।
গতকাল মঙ্গলবার চীনের বেসামরিক বিমান প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে আসা ২২টি ফ্লাইটের অবতরণ বাতিল করে দেয়। মার্কিন ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা শুক্রবার ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার বেশ কয়েকটি ফ্ল্যাইট বাতিল করেছে।
চীনের বেসামরিক বিমান প্রশাসন বলেছে, তারা ডেল্টা এয়ারলাইন্সের সিয়াটেল থেকে সাংহাই যাওয়ার আরো দুটি ফ্লাইট বাতিল করবে। এছাড়া, সামনের সপ্তাহে ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার ছয়টি ফ্লাইট বাতিল করবে। সব মিলিয়ে এই এয়ারলাইন্সের মোট দশটি ফ্লাইট বাতিল হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা থেকে যাওয়া বহুসংখ্যক যাত্রীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে চীন। আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি জানুয়ারি মাসে গত বছরের করোনা সংক্রমণের হার ছাড়িয়ে গেছে। চলতি শীত মৌসুমে সেখানে সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে।
গত সোমবার আমেরিকায় এক লাখ ৩২ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছরের জানুয়ারি মাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা ছিল এক লাখ ৩২ হাজার ৫১। সূত্র : পার্সটুডে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি