সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২
সিলনিউজ ডেস্ক:: কুমিল্লার মুরদনগরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার কাছে নির্বাচনে দলের চেয়ে পরিবারের সদস্যরা বড় বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন এক প্রার্থী।
গতকাল মঙ্গলবার ৩ নম্বর আন্দিকোট ইউনিয়নের আন্দিকোট গ্রামের নিজের চাচাতো ভাইয়ে নির্বাচনী প্রচারণায় এমন বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশিদ। যার একটি ভিডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
অভিযুক্ত মো. হারুন অর রশিদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।
এদিকে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী সভা-সমাবেশ করায় আচারণ বিধি ভঙ্গ করার অভিযোগ এনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন এক প্রার্থী। অভিযোগকারী ওমর ফারুক সরকার ৩ নম্বর আন্দিকোট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান।
ওমর ফারুক সরকার বলেন, ১৪ জানুয়ারি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ হবে। অথচ গত একসপ্তাহ যাবৎ হারুন সাহেব একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হয়েও তার চাচাতো ভাই জাকির হোসেনের ব্যানার ফেস্টুন টানিয়ে প্রচার প্রচারণাসহ সমাবেশ করছেন। যার ফলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। তাই আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দিয়েছি রিটার্নিং কর্মকর্তার কাছে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ বলেন, ‘সব ইউনিয়নে একই চিত্র। আপন চাচাতো ভাই নির্বাচন করছে তাকে তো ফেলে দিতে পারবো না। তাই দলের চাইতে ব্যক্তি এখন আমার কাছে বড়।’
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের বলেন, ‘হারুন অর রশিদ একদিকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। অন্য দিকে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকার বিরুদ্ধে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা না নিলে এই উপজেলায় নৌকার প্রার্থীরা বেকায়দায় পরবে।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে হারুন সাহেব যদি নৌকার বিরুদ্ধে প্রচারণায় নামে তাহলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি