সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
অনলাইন ডেস্ক :: নিয়মিত আদালত চালু করার দাবিতে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট জেলা জজ কোর্টের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও দ্রুত বিচার ট্রাইবুন্যালের সিলেট বিভাগীয় স্পেশাল পিপি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী মাওলানা আব্দুর রকিব, সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান, অ্যাডভোকেট আব্দুল গফুর, সমিতি সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আলিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন, এপিপি শাহজাহান চৌধুরী, সাবেক ইলেকশন কমিশনার কবির আহমদ বাবর, সাবেক সহ সম্পাদক ইমরান আহমদ, সাবেক সহ সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট ইস্রাফিল আলী, অ্যাডভোকেট টিপু রন্জন দাস, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট কুতুব উদ্দিন, অ্যাডভোকেট আফজল হোসেন প্রমুখ।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে উক্ত মানববন্ধন কর্মসুচীতে আনুমানিক দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক মুমিনুর রহমান টিটু’র পরিচালনায় মানববন্ধনে বক্তাগণ অবিলম্বে ন্যায় ও সুবিচার এর স্বার্থে বিচার প্রার্থী জনগণের ও বাংলাদেশের ষাট হাজার আইনজীবীগণের কথা বিবেচনায় অনতিবিলম্বে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে নিয়মিত আদালতের কার্যক্রম চালু করার জন্য সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবরে আবেদন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি