সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২
সিলনিউজ ডেস্ক ::সৌদি আরবে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমন আহমদ (২১)।
গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে জেদ্দা শহরে এ ঘটনা ঘটে।
নিহত সুমন সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে।
নিহতের মামা আবদুল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় ১১ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তার ভাগিনা সুমন। সেখানে তার অন্য দুই ভাইয়ের সঙ্গে জেদ্দা শহরে থাকতেন সুমন। হঠাৎ নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ভাগিনা।
খবর পেয়ে সেখানকার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
আবদুল করিম আরও জানান, সুমন কি আসলেই পা ফসকে পড়ে মারা গেছে; নাকি সেটি রহস্যজনক মৃত্যু তা নিয়ে ধূম্রজাল দেখা দিয়েছে। কারণ ওই চার তলায় সুমনের সঙ্গে কয়েকজন কাজ করছিলেন। এ ঘটনার পর থেকেই তারা লাপাত্তা।
নিহত সুমনের পারিবারিক একটি সূত্র জানায়, লাশ দেশে নাও আসতে পারে। কারণ সৌদি আরবেই তার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি