ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট সড়কে অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট সড়কে অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি :;
করোনাকে পুঁজি করে ফোরষ্ট্রোক-সিএনজি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠেছে। করোনা দুর্যোগের এ মহামারিতে ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট সড়কে সিএনজি চালকদের এসব ভাড়া নৈরাজ্যের কারনে যাত্রীরা এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের হাতে এখন জিম্মি হয়ে পড়েছে যাত্রী সাধারণ। দিন-দিন চালকরা তাদের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি করছে। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ওই কয়েকটি রোডে নৈরাজ্য চালিয়ে যাচ্ছে সিএনজি চালকরা। একইভাবে ছাতক-দোয়ারা, ছাতক-সুনামগঞ্জ, ছাতক-জাউয়া, ছাতক-আন্ধারীগাও সড়ক পথেও অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সড়ক পথে যাত্রীরা এখন চালকদের কাছে অসহায়। প্রশাসনের নজরদারী না থাকার কারনেই চালকরা ইচ্ছে মতো ভাড়া আদায়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে অনেকেই মনে করছেন। স্থানীয় যাত্রী সাধারনের দাবী, সড়কের দূরত্ব অনুযায়ী সরকারি ভাবে ভাড়ার একটি নির্ধারিত তালিকা প্রতিটি ষ্ট্যান্ডে সাঁটিয়ে রাখা অতীব জরুরী। ভাড়ার নির্ধারিত তালিকা থাকলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া থেকে মুক্ত হতে পারবে। জানা যায়, কতিপয় অটোটেম্পু-অটোরিক্সা পরিবহন শ্রমিক নেতাদের সহযোগিতায় এসব সড়ক পথে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। ওই সড়ক পথে বর্তমানে সহস্রাধিক সিএনজি চালিত অটোরিক্সা নিয়মিত চলাচল করছে। ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে চালকদের সাথে যাত্রীদের প্রায়ই বাক-বিতন্ডার ঘটনা ঘটতে দেখা গেছে। কোন-কোন সময় চালকরা ভাড়া আদায়ে যাত্রীদের লাঞ্চিত করতেও পিছপা হচ্ছেনা। বিগত কয়েক বছরে ছাতক-গোবিন্দগঞ্জ প্রায় ১৩ কিলোমিটার সড়কের ভাড়া কয়েক ধাপে বৃদ্ধি করা হয়। ২০০৮ সালে ছাতক থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১৩ কি.মি ভাঙ্গা সড়কের অজুহাতে ১৩ টাকার ভাড়া থেকে ২৫-৩০ টাকায় উন্নীত করে সিএনজি চালকরা। আর এখন ওই সড়ক সম্পূর্ণরূপে মেরামতের পরও ভাড়া ইচ্ছে মতো বৃদ্ধি করে ৪০-৫০ টাকা নেওয়া হচ্ছে। একইভাবে ছাতক-সিলেটের ভাড়া ৩৫ টাকার স্থলে ওই সময় ভাঙ্গা সড়কের অজুহাতে যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা আদায় করা হতো। বর্তমানে ছাতক থেকে সিলেট পর্যন্ত প্রায় ৩৫ কি.মি’র জন্য সিএনজি ভাড়া ৮০-থেকে ১২০ টাকা আদায় করা হচ্ছে। সন্ধ্যার পর বিভিন্ন অজুহাত দেখিয়ে এসব সড়ক পথে যাত্রীদের অনেকটা জিম্মি করেই চালকরা আরো বেশী ভাড়া আদায় করে নিচ্ছে। বিগত সময়ে যাত্রী হয়রানী ও ভাড়া কমানোর দাবীতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা কয়েক দফা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেও কোন লাভ হয়নি। এব্যাপারে যাত্রী সাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।##