৯০ মিলিয়ন ডোজ ভ্যাকসিনের চুক্তি করল যুক্তরাজ্য

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

৯০ মিলিয়ন ডোজ ভ্যাকসিনের চুক্তি করল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক :;

প্রস্তুত হতে যাওয়া করোনা প্রতিরোধী একটি ভ্যাকসিনের ৯০ মিলিয়ন ডোজ নিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাজ্যের সরকার। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োনেটেক ও ফাইজারের পাশাপাশি ফার্ম ভাল্নেভার সমন্বিত চেষ্টায় এই ভ্যাকসিন বাজারে আনার চেষ্টা করছে।

বিবিসি জানিয়েছে, ভ্যাকসিনের চুক্তির মধ্যে শীর্ষে রয়েছে অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে তৈরি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন। ভ্যাকসিনটির ১০০ মিলিয়ন ডোজের জন্য চুক্তি হয়েছে যুক্তরাজ্য সরকারের সঙ্গে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়েছে সারা বিশ্বেই।

করোনার প্রাদুর্ভাবের পর থেকেই ভ্যাকসিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। ২০টিরও বেশি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে এরই মধ্যে।

যুক্তরাজ্য সরকারের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান কেট বিংহাম বলেন, বাস্তবতা হলো, আমাদের অনেক প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ভ্যাকসিন আনার ক্ষেত্রে বেশ এগিয়ে আছে।

তিনি বলেন, তবে আমি এখনও আত্মতুষ্টি বা বেশি আশাবাদী হওয়ার পক্ষে না।

চলতি বছরের শেষের দিকে হয়তো করোনার ভ্যাকসিন বাজারে আসবে; তবে তা বিস্তৃত আকারে অর্থ্যাৎ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করছেন গবেষকরা।

এ সংক্রান্ত আরও সংবাদ