সাংবাদিক লতিফ নুতনের লেখা বই “সিলেটের ছাত্র রাজনীতির একাল সেকাল ” আসছে

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

সাংবাদিক লতিফ নুতনের লেখা বই “সিলেটের ছাত্র রাজনীতির একাল সেকাল ” আসছে
অনলাইন ডেক্স :: দৈনিক সিলেটের দিনকালের প্রধান সম্পাদক,সিল নিউজ বিডি ডট কমের উপদেষ্টা সম্পাদক,সিলেট শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক,৯০ দশকের ছাত্রনেতা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটি’র তিন বারের সাবেক সদস্য,কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল লতিফ নুতনের লেখা বই “সিলেটের ছাত্র রাজনীতির একাল সেকাল” আগামী ২০২১ সালের বই মেলায় আসছে।
আব্দুল লতিফ নুতন বলেন,৯০এর সিলেটের ছাত্র আন্দোলন,সিলেট বিভাগ আন্দোলন,পরবর্তী সময়ে সিলেটে ৯১ থেকে ৯৬ পর্যন্ত ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি-জামায়াতের শাসন আমলে ছাত্রদল ও শিবিরের সন্ত্রাস নির্যাতন,সন্ত্রাস পরবর্তী সময়ে তার দেখা ছাত্র রাজনীতির একাল সেকাল নিয়ে একটি বই লিখছেন। আশা প্রকাশ করছেন বইটি আগামী একুশে বই মেলায় প্রকাশ পাবে। বই প্রকাশের সকল প্রস্তুুতি চলছে।
তিনি বলেন ৮০দশক থেকে শুরু করে ২০২০সাল পর্যন্ত তিরিশ বছরের ছাত্র রাজনীতি আর আন্দোলন সংগ্রাম নিয়ে যে কেউ তথ্য ও ছবি,উপদেশ দিয়ে সহযোগিতা করতে পারেন। তথ্য ও ছবি দিয়ে সহযোগিতা করলে তিনি উপকৃত হবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ