সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২
অনলাইন ডেস্ক :: সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি নিজের নাম থেকে স্বামীর পদবি বাদ দেন। এরপরপরই নিক জোনাস ও প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে এসব গুঞ্জনের সত্যতা নেই বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি সন্তান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি।
ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, নিক ও তার ভবিষ্যৎ পরিকল্পনার বড় অংশ জুড়ে আছে সন্তান। তবে যখন সন্তান হওয়ার তা হবে। এ বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না তারা।
কোয়ান্টিকো তারকা প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, সন্তানের জন্ম হলে তিনি ও তার স্বামীর পরিবারের সদস্যরা কাজের ব্যস্ততা কমিয়ে দেবেন। এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই।
নতুন বছর নিয়ে পরিকল্পনার বিষয়ে প্রিয়াঙ্কা জানান, এ বছরটা পরিবার থেকে দূরে থাকতে চান না তিনি। আর সেসব কাজ করে যেতে চান যা এখনো তিনি করেননি।
সূত্র : বিডি প্রতিদিন
সাকিব আহমেদ / ১৫ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি