সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২
অনলাইন ডেস্ক :: ভারত ও দক্ষিণ আফ্রিকার কেপ টাউন টেস্টের সময় বিতর্কিত ডিআরএস সিদ্ধান্তে অধিনায়ক বিরাট কোহলির স্ট্যাম্প মাইক ক্যামেরার সামনে প্রতিবাদের কড়া সমালোচনা করলেন সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেন, কোহলিকে তার কাজের জন্য জরিমানা বা সাসপেন্ড করা উচিত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ড্যারিল কালিনান মনে করেন, ভারত অধিনায়ককে ‘কঠোর শাস্তি’ দেওয়া উচিত। এ নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি শেন ওয়ার্ন এবং অ্যাডাম গিলক্রিস্টও।
সাবেক লেগ-স্পিনার এমন সিদ্ধান্তের জন্য হতাশার দিকে ইঙ্গিত করেছিলেন, যা সময়ের সাথে সাথে আরও খারাপ হয়েছিল।
ওয়ার্ন বলেন, ‘দেখুন, এটি একটি আকর্ষণীয় ঘটনা, আমি নিশ্চিত নই যে একটি আন্তর্জাতিক দলের অধিনায়কের এটি করা উচিত। কিন্তু মাঝে মাঝে হতাশা বাড়ে, আপনি খুব হতাশ হয়ে পড়েন এবং সেই কারণেই আমি বলেছিলাম যে আমি ভাবছি এই সিরিজে তিন বা চারবার এমন হয়েছে কিনা এবং তারপরে তারা ভেবেছিল এটাই যথেষ্ট, এখন এটি আর ঘটবে না।’
বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট।
তিনি বলেন, ভারতীয় অধিনায়কের হতাশা বাড়ছিল এবং তারপরে তা সেই চরম মুহূর্তে পৌঁছেছিল।
গিলক্রিস্ট বলেন, ‘আমি যে অভিযোগটি নিয়ে আগ্রহী তা হল এটি সমস্ত পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। অনেকদিন ধরেই এমনটা হয়ে আসছিল তারপরে সেদিন তা একটা ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে।’
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ০-১ তে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরে যায় ভারত।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও বিডি-প্রতিদিন
সাকিব আহমেদ / ১৫ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি