সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সব ভোটকেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী মালামাল পৌঁছে গেছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সব ভোটকেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী মালামাল পৌঁছে গেছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইভিএমের কারিগরি দিক পর্যবেক্ষণ করেছেন। এখন অপেক্ষা শুধু ভোটগ্রহণের। রবিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইসির একজন কর্মকর্তা বলেন, ভোটগ্রহণের আগে ডেমো ভোটগ্রহণ করে এজেন্টদের দেখানো হবে। আর ঠিক সকাল ৮টায় মূল ভোটগ্রহণ শুরু হবে।
ইসির কর্মকর্তারা জানান, শনিবার দুপুর থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ। বিতরণ চলে বিকাল পর্যন্ত। তিনটি পয়েন্ট থেকে বিতরণ করা হয় এসব সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নেন সরঞ্জামাদি। তারপর পুলিশ প্রহরায় তা নিয়ে যাওয়া হয় নির্ধারিত কেন্দ্রে। মালামালসহ নির্বাচনী কর্মকর্তারা রাতে কেন্দ্রেই অবস্থান করেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, মোট ১৯২টি কেন্দ্রের সরঞ্জাম তিনটি স্থান থেকে পাঠানো হয়। নগরীর মরগ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দেওয়া হচ্ছে ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের সরঞ্জাম। ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সরঞ্জাম পাঠানো হয় সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস স্কুল থেকে। আর বন্দর থানার মালামাল বিতরণ হয় বন্দরের হাজী ইব্রাহিম আলম চান উচ্চ বিদ্যালয় থেকে।
তিনি আরও বলেন, আমাদের প্রস্তুতি ভালো, পরিবেশও সন্তোষজনক আছে। আইনশৃঙ্খলা বাহিনী তো নিয়োজিত আছেই। পাশাপাশি অতিরিক্ত হিসেবে বিজিবি চাওয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, টহল বাহিনী, সবই থাকবে। র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সবাই থাকবেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যদি কোনোরকম ত্রুটি দেখা দেয় এজন্য পুরো সিটি করপোরেশনের ৪৮ জনের টেকিনিক্যাল পারসন নিয়ে মোবাইল টিম থাকবে।
বিডি প্রতিদিন
সাকিব আহমেদ / ১৫ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি