সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূকে অপহরণ করে সাত দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাসেল আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামের কলসীদিঘীরপাড় এলাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী ও ধর্ষক রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। রাসেল ফেঞ্চুগঞ্জের আশিঘর এলাকার আলতা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি রাসেল এক গৃহবধূকে (৩০) অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত গৃহবধূর ভাসুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে কুলাউড়া থানা পুলিশ ভিকটিম উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে এসআই হাবিবুর রহমান ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসীদিঘীরপাড় এলাকা থেকে অপহৃত গৃহবধূ উদ্ধারসহ অপহরণকারী ও ধর্ষক রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এসআই হাবিবুর রহমান এ প্রতিবেদককে জানান, রাসেল ঐ গৃহবধূকে অপহরণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসীদিঘীরপাড় এলাকার একটি কলোনীর বাসায় ৭ দিন আটকে রেখে ধর্ষণ করে।
উদ্ধার হওয়া গৃহবধূ রাসেলের বিরুদ্ধে থানায় বাদি হয়ে অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযোগ করলে শনিবার দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি