সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২
সিলনিউজ ডেস্ক:; যুবকরা আমাদের দেশের অন্যতম সম্পদ। তাদের উদ্যেম, অদম্য সাহস এবং কর্মস্পৃহা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিত্তি মজবুত করে। চেতনা যুব পরিষদ অসহায়, দরিদ্র মানুষের কল্যাণে যে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার।
সিলেট নগরীর আম্বরখানাস্থ সংস্থার অস্থায়ী কার্যালয় বরকতিয়া হাউজে অনুষ্ঠিত চেতনা যুব পরিষদের বার্ষিক সাধারণ সভায় বক্তারা একথা বলেন।
গতকাল শুক্রবার রাতে সংস্থার সভাপতি যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা জুলকার নায়েন এর সভাপতিত্¦ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক এটি এম মোশাহিদ উদ্দিন। সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার এবং বিশিষ্ট ব্যবসায়ী দুলাল পাল।
উক্ত সভায় আনুষ্ঠানিকভাবে চেতনা যুব পরিষদের ২০২২-২৩ ইংরেজি কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। সভাপতি জুলকার নায়েন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিব, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, এডভোকেট দিলওয়ার হোসেন, এডভোকেট সাজ্জাদুর রহমান। সহ-সাধারণ সম্পাদক এইচ এম কাওছার, সাংগঠণিক সম্পাদক এডভোকেট ইসমত ইবনে ইসহাক (সানজিদ), সহ-সাংগঠণিক সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির শামিম, অর্থ সম্পাদক আমির উদ্দিন পাভেল, সহ-অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক আনাছ হাবিব কলিন্স, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান। অফিস সম্পাদক তারেক মজুমদার, সহ অফিস সম্পাদক ফয়সল মাহমুদ আহাদ, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক আসাদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আমিন উদ্দিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আহমুদুল হাসান আবু উসামা, মহিলা বিষয়ক সম্পাদক আমাতুল আজিজ ফাহিমা চৌধুরী, সহ মহিলা বিষয়ক সম্পাদক সাবেরা সুলতানা, সমাজসেবা সম্পাদক ডা. হেকিম আফরুজ হোসেন, সহ-সমাজসেবা সম্পাদক এম.এ মালেক খাঁন শাফি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম.এ মালেক, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক কামাল আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য, এটিএম মোশাহিদ উদ্দিন, ডা. মিফতাহুল হোসেন সুইট, ডা. নিজাম জামিল হোসাঈন, অধ্যাপক সাইফুল করিম হায়াত, রেজাউল হাসান কয়েস লোদী, দুলাল পাল এবং এডভোকেট আব্দুল মুকিত অপি উপদেষ্টা হিসেবে সংস্থাটির সাথে জড়িত আছেন।
এবিএ/১৫ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি