সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২
সিলনিউজ ডেস্ক:: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার দু’দিন ব্যাপী সম্মেলনের আজ শনিবার (১৫ জানুয়ারি) ছিলো দ্বিতীয় দিন। শনিবার সকাল ১১ টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ৩ নং হলে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কেন্দ্রীয় প্রতিনিধি কমরেড দিবালোক সিংহ এর উপস্থিতিতে কমরেড সাথী রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশন সঞ্চালনা করেন সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন। অধিবেশনের শুরুতেই শোকপ্রস্তাব পেশ করেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন জেলার সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন। রিপোর্ট দু’টির উপর আলোচনায় অংশ নেন পার্টি সদস্য নিরঞ্জন দাস খোকন, ফজলুর রহমান শিপু, রতন দেব, সনদ্বীপ দেব প্রমুখ।
পরে সংযোজনসহ রিপোর্ট দু’টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং প্রয়াতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আর্থিক রিপোর্ট পেশ করেন জেলা কমিটির সদস্য তপন চৌধুরী। আলোচনার মাধ্যমে এই রিপোর্টটিও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সিপিবির আসন্ন দ্বাদশ কংগ্রেসের খসড়া দলিল নিয়েও বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধি-পর্যবেক্ষকবৃন্দ এবং আলোচনার মাধ্যমে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
সবশেষে অনুষ্ঠিত হয় নির্বাচনী অধিবেশন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন কমরেড এনায়েত হাসান মানিক। এ অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড সৈয়দ ফরহাদ হোসেনকে সভাপতি এবং কমরেড খায়রুল হাছানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটি গঠন করা হয়।
এবিএ/১৫ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি