মাত্র ১০ হাজার টাকার জন্য খুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

মাত্র ১০ হাজার টাকার জন্য খুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা

অনলাইন ডেস্ক :: নতুন বাড়িতে ওঠা হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সাইদা গাফফারের। মাত্র ১০ হাজার টাকার লোভ সামলাতে না পেরে তাকে খুন করেছেন নিজ বাড়ির নির্মাণশ্রমিক মো. আনারুল ইসলাম। এ খুনের ঘটনায় গ্রেফতার মো. আনারুল ইসলামকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন।

আনারুল গাইবান্ধার সাদুল্লাহপুর থানার বুর্জুগ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পাইনশাইল এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসন প্রকল্পে অধ্যাপক সাইদা গাফ্ফারের নির্মাণাধীন বাড়ির রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) ফাহিম আসজাদ জানান, নিখোঁজের তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফারের (৭১) লাশ শুক্রবার গাজীপুরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পাইনশাইল এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসন প্রকল্পের একটি ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয়। হত্যার অভিযোগে নিহতের ছেলে সাউদ ইফখার বিন জহির কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় অধ্যাপক সাইদা গাফ্ফারের নির্মাণাধীন বাড়ির রাজমিস্ত্রির জোগালি মো. আনারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠান তদন্ত কর্মকর্তা কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায়। শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড সাত কর্মদিবসের মধ্যে কার্যকর করার জন্য আদেশ দেন বিচারক। তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকালই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ছেলে সাউদ ইফখার বিন জহির জানান, শুক্রবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক সাইদা গাফ্ফারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতে বাদ এশা রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হয়। অধ্যাপক সাইদা গাফফারের কাছে থাকা ১০ হাজার টাকার লোভ সামলাতে না পেরে তাকে খুন করা হয়েছে।

স্বজনরা জানান, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন অধ্যাপক সাইদা গাফফার। নিহত সাইদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং একই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রয়াত কিবরিয়া উল খালেকের স্ত্রী। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল এলাকার মোশারফ হোসেন মৃধার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন সাইদা গাফফার। ভাড়া বাসায় থেকে তিনি একই এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভিতর বাড়ি নির্মাণ করছিলেন। নির্মাণকাজ শেষে আগামী ৩০ জানুয়ারি ওই বাড়িতে ওঠার কথা ছিল তার।

জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার নিখোঁজের ঘটনায় তার নির্মাণাধীন বাড়ির শ্রমিক আনারুল ইসলামকে গাইবান্ধার সাদুল্লাহপুর থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অধ্যাপক সাইদা গাফ্ফারকে হত্যার কথা স্বীকার করেন আনারুল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে নির্মাণাধীন বাড়ির পাশের একটি ঝোপের ভিতর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অধ্যাপক সাইদা গাফফারের লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার আনারুলের কাছে নিহত অধ্যাপকের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল জানান, মঙ্গলবার নির্মাণাধীন বাড়ির কাজ পরিদর্শন শেষে সন্ধ্যার পর ভাড়া বাসায় ফিরছিলেন অধ্যাপক সাইদা গাফফার। কিছুদূর যাওয়ার পর তার কাছে টাকা চান আনারুল। এ সময় অধ্যাপক সাইদা গাফফারের হাতে ১০ হাজার টাকা দেখতে পান তিনি। ওই টাকার লোভ সামলাতে না পেরে তা ছিনিয়ে নেওয়ার জন্য পেছন থেকে অধ্যাপক সাইদা গাফফারের মুখ চেপে ধরেন আনারুল। এ সময় আনারুল গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধে সাইদা গাফফারকে হত্যা করেন। পরে নিহতের হাত থেকে টাকাসহ মোবাইল দুটি ছিনিয়ে নেন তিনি। পরে লাশ পার্শ্ববর্তী ঝোপের ভিতর লুকিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আনারুল।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
14151617181920
21222324252627
28293031   
       
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ