সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক :;
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) এই ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ১১৪ জনের করোনা শনাক্ত হয়।
এদিন মোট মোট ১৬৬ টি নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান,সোমবার (২০ জুলাই) ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা শেষে মোট ১১৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। মোট শনাক্তদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।
এছাড়াও এদিন চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য কয়েকজন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এদিকে আজ সোমবার শাবির ল্যাবে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩৫ জন।
সোমবার (২০ জুলাই) সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪২ জন। রাত সাড়ে দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যে সংখ্যা পৌঁছেছে ৬ হাজার ৮৯১ জনে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি