ওসমানীর ল্যাবে আরও ১১৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

ওসমানীর ল্যাবে আরও ১১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :;

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) এই ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ১১৪ জনের করোনা শনাক্ত হয়।

এদিন মোট মোট ১৬৬ টি নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান,সোমবার (২০ জুলাই) ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা শেষে মোট ১১৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। মোট শনাক্তদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।

এছাড়াও এদিন চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য কয়েকজন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এদিকে আজ সোমবার শাবির ল্যাবে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩৫ জন।

সোমবার (২০ জুলাই) সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪২ জন। রাত সাড়ে দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যে সংখ্যা পৌঁছেছে ৬ হাজার ৮৯১ জনে।

এ সংক্রান্ত আরও সংবাদ