ওরা ছাত্রলীগের সাথে লাগতে যায় কেন?

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

ওরা ছাত্রলীগের সাথে লাগতে যায় কেন?

নয়ন আসাদুজামান

যেদিন ছাত্রলীগ সংস্কৃতিকর্মীদের পেটাল সেদিন সাধারণ শিক্ষার্থীরা বলল, ওরা ছাত্রলীগের সাথে লাগতে যায় কেন?

যেদিন শিক্ষকরা ছাত্রলীগ দিয়ে ড. জাফরপন্থী শিক্ষকদের পেটাল,সেদিন সাধারণ শিক্ষার্থীরা বলল, ওটা শিক্ষকদের কোন্দলের ফলাফল।
যেদিন ছাত্রলীগ সাংবাদিক পেটাল সেদিন সাধারণ শিক্ষার্থীরা বলল, এটাও তাদের কর্মফল।

এভাবে একটু একটু করে সাস্টের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছে। যারা পিটুনি দেয়,তারাই আবার প্রশাসনে চাকরী পায়। আর পিটুনি খাওয়া শিক্ষক-শিক্ষার্থীরা আবার এদেরই তোষামোদ করে চলে। যে ক্যাম্পাসে গুরুশিষ্য একসাথে অন্যায়ের প্রতিবাদ না করে শুধু তেলবাজি করে আর নিজেদের প্লাটফর্ম আকড়ে ধরে পড়ে থাকে সেই ক্যাম্পাস এমনই হওয়া উচিৎ। একটা নির্লজ্জ বেহায়া চামচামি সংস্কৃতির বিশ্ববিদ্যালয়ের মডেল হয়ে উঠেছে প্রাণের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়😎