সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিনকে আহমেদকে তালা ভেঙে উদ্ধার করেছে পুলিশ। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়। বর্তমানে (রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত) ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।
আজ রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের তালা ভেঙে ভিসিকে বের করে পুলিশ।
এ সময় বাধা দিতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়।
জানা যায়, বিকাল ৪টার দিকে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পরপরই উত্তেজিত হয়ে উঠে আন্দোলনকারীরা। তারা প্রতিবাদী স্লোগান দিতে শুরু করেন। এমন পরিস্থিতিতে সাড়ে ৫টার দিকে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।
এ সময় শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় একজন পুলিশ সদস্য ও ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে নিজের কার্যালয় থেকে বাসভবনে যাওয়ার পথে আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া করলে ভিসি ফরিদ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আশ্রয় নেন।
পরে সেই ভবনের কলাপসিবল গেট আটকে দিয়ে তাকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে আন্দোলন শুরু করেন ওই হলের ছাত্রীরা।
পরে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলনে নামেন অন্যান্য হল ও বিভাগের ছাত্র-ছাত্রীরা। মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের এ সিদ্ধান্ত জানানো হয়। পরে তারা ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি মশাল মিছিল বের করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে ঘুরে দ্বিতীয় ছাত্রী হলের সামনে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি