সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামে দিনদুপুরে প্রকাশ্যে এক দিনমজুরকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ জানুয়ারী বিকাল অনুমান ৩টায় এই ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ থানার অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব মনোমালিন্যতার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী হারুন মিয়ার পুত্র আতাউর মিয়া গংরা মিলে এলাকার দিনমজুর মৃত ওয়াজিদ উল্লার পুত্র মইন উদ্দিন(৬০) কে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। ঘটনাটি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে লোকজন এসে রক্তাক্ত জখম মাটিতে পরে থাকা মইন উদ্দিনকে উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় আহত মইন উদ্দিনের স্ত্রী আঙুরী বিবি বাদি হয়ে কমলগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলায় অভিযুক্ত করা হয় আতাউর মিয়া(২৫) পিতা: হারুন মিয়া, হারুন মিয়া( ৬০) পিতা: মৃত নক্সবন্দি, আলাতুন বেগম(৪৫) স্বামী, হারুন মিয়া, সর্বসাং রামচন্দ্র পুর, ডাক চৈত্রঘাট, থানা : কমলগঞ্জ,জেলা: মৌলভীবাজার। আহত মইন উদ্দিন মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার বাদী ঘটনার সুষ্ট তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এবিএ/১৬ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি