সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
বিনোদন প্রতিবেদন :: গল্পের প্রধান চরিত্র একজন তৃতীয় লিঙ্গের মানুষকে তার পৈতৃক আচার পালন করতে বলা হয় যে, সংস্কৃতি-কৃষ্টি শুধুমাত্র পুরুষদের জন্য সংরক্ষিত ছিল। দিনটি দেবী প্রণয়ের দিন কিন্তু উজ্জ্বল আবেগ এবং অতীত স্মৃতি রোমন্থনে ফলাফল বিপর্যয়ের দিকে পরিচালিত হয়। এটি ‘মারাত্তাম’ শিরোনামের সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প; যার ইংরেজি শিরোনাম ‘The Metamorphosis’, অর্থাৎ রূপান্তর। দক্ষিণ ভারতের কেরালা প্রদেশের ‘থাইয়াম’ পরিবেশনাকে ঘিরে গল্পটি নির্মিত। মালায়ালাম ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এই বছর ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘Competition on Indian Short Films’ বিভাগে প্রতিযোগিতা করছে।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা এসএম নাজমুল হক নয়ন। তিনি ভারত সরকারের ‘আইসিসিআর’ বৃত্তি নিয়ে চলচ্চিত্র প্রযোজনা বিষয়ে ‘সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট’-এ উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়ন করছেন। তারই ধারাবাহিকতায় এসএম নাজমুল হক ও সম্পাদনা বিষয়ে অধ্যয়নরত আরেক বাংলাদেশি ছাত্র আশিক সরকার এবং তাদের বন্ধুরা মিলে স্বল্পদৈর্ঘের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন রিসিক ভরত, চিত্রধারণ করেছেন পরিমল দাশ ও শব্দ বিন্যাস করেছেন সায়ান্তন ঘোষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাবেক কর্মী এসএম নাজমুল হক ভারতে পড়তে যাবার আগে দেশে ‘জালালের গল্প’ ও ‘ভুবন মাঝি’ ছবি দুটিতে লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি এখন নিয়মিত চলচ্চিত্র নিয়ে কাজ করছেন।
সাকিব আহমেদ / ১৬ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি