সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মণ্ডল করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মণ্ডল করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :;

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে আইসোলশনে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার দুপুরে আবদুল মমিন মণ্ডল এমপি যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা শুরুর পর থেকে আমার নির্বাচনী এলাকার প্রতিটি এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি বিতরণ করে ঢাকায় ফিরেছি বেশ কিছু দিন হল। পরে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। কয়েক দিন আগে করোনা পজিটিভ নিশ্চিত করেছেন চিকিৎসকরা। তাপর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে আইসোলশনে চিকিৎসা নিচ্ছি।

এ দিকে মণ্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ মণ্ডল তার ছেলে মমিন মণ্ডল এমপির সুস্থতার জন্য নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ