শাবিতে দফায় দফায় সংঘর্ষ:পুলিশ-শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় আহত ২০ (ভিডিও)

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

শাবিতে দফায় দফায় সংঘর্ষ:পুলিশ-শিক্ষার্থীদের পাল্টা ধাওয়ায় আহত ২০ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ আন্দোলনরতদের হটিয়ে দিতে টিয়ার শেল, শটগানের গুলি, সাউন্ড গ্রেনেড ছুড়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে।

 

সংঘর্ষের সময় অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিনকে তালা ভেঙ্গে উদ্ধার করে পুলিশ। তাকে নিজ বাসভবনে পৌঁছে দিয়েছে পুলিশ। তিনি বিকেল ৩টা থেকে ক্যাম্পাসের আইসিটি ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ ছিলেন।

সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সড়িয়ে দিতে গেলে সংঘর্ষ বেধে যায়। শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশও টিয়ার গ্যাস শটগানের গুলি এবং সাউন্ড গ্রেনেড দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় আধঘন্টা সময় ধরে সংঘর্ষে ক্যাম্পাসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
সট- আজবাহার আলী শেখ, ডিসি .এসমএমপি, সিলেট

 

এবিএ/১৬ জানুয়ারি

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
14151617181920
21222324252627
28293031   
       
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ