ছাতকে অভিযানে জব্দকৃত ভারতীয় নাসির বিড়ি ধ্বংস

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

ছাতকে অভিযানে জব্দকৃত ভারতীয় নাসির বিড়ি ধ্বংস

ছাতক প্রতিনিধি::ছাতকে অভিযানে বিভিন্ন সময়ে জব্দকৃত ভারতীয় নাসির বিড়ি ধ্বংস করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব জব্দকৃত অবৈধ নাছির বিড়ি ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের উপস্থিতিতে ভারতীয় নিষিদ্ধ ২৩৫ বান্ডিল নাসির বিড়ি অাগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব বিড়ির বাজার মূল্য অানুমানিক ১লাখ ১৭হাজার ৫শ’ টাকা বলে থানা পুলিশ জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন অাহমদ শিপন, পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান, এসআই অানোয়ার হোসেন, এসআই মহাদেব বাছার, এসআই সৈয়দ অাবদুল মান্নান প্রমুখ।##

এ সংক্রান্ত আরও সংবাদ