‘এ কারণেই টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দিয়েছে কোহলি’

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

‘এ কারণেই টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দিয়েছে কোহলি’

স্পোর্টস ডেস্ক :: এবার টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন বিরাট কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন অভিমানেই এমনটি করেছেন ভারত সেরা এই তারকা ক্রিকেটার।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আসর শেষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কোহলি। বিশ্বকাপ শেষে তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে- এমন আশঙ্কায় হয়তো আগেই সরে দাঁড়ালেন কোহলি। এমনটিই বলেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জকার।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারের পর ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। তার এমন সিদ্ধান্ত নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার মদন লাল বলেন, বিরাট কোহলির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘটনা, আমাকে বিস্মিত করেছে। আমি মনে করি, ওকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরানোর যে সিদ্ধান্ত বোর্ড নিয়েছিল, সেটা নিয়ে এখনো কোহলি বিরক্ত।

ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপে মদন লাল আরও বলেন, আমার মনে হয় ও এখনো ভাবে- কেন বোর্ড ওকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিল? আর এ কারণেই টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দিয়েছে কোহলি।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর