সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ এখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২০ সালে আকবর আলীর দল ভারতকে হারিয়ে প্রথমবারের মতো যেকোনো পর্যায়ে বাংলাদেশকে বিশ্বসেরার মর্যাদা এনে দিয়েছিল। তবে বিশ্বচ্যাম্পিয়নের তকমা নিয়ে মাঠে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা ভালো হলো না। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করে মাত্র ৯৭ রানেই গুটিয়ে গেল টাইগার যুবারা।
আজ রবিবার চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং বেছে নেয়। কিন্তু এই সিদ্ধান্ত যেন বুমেরাং হয়ে আসে রাকিবুলবাহিনীর দিকে। সেন্ট কিটসে ব্যাটিং ব্যর্থতায় ৩৫.২ ওভারেই সব উইকেট হারিয়ে ফেলে তারা। ১১ জন ব্যাটারের মধ্যে দুই অঙ্কের মুখ দেখেন মাত্র ৪ জন, এর মধ্যে একমাত্র শেষ ব্যাটার রিপন মণ্ডল ছাড়া আর কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে বাংলাদেশ। এরপর দলীয় ষষ্ঠ রানেই ওপেনার মাহফিজুল ইসলামের উইকেট হারায় তারা। সেই শুরু, এরপর ৮ রান তুলতেই নেই আরও ৩ উইকেট। বাংলাদেশের প্রথম ৩ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। চতুর্থ উইকেট হিসেবে বিদায় নেওয়া উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ ফাহিম করেন ১ রান।
আশিকুর রহমানকে (৯) দিয়ে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন হওয়ার সময় স্কোরবোর্ডে সংগ্রহ তখন মাত্র ২৬ রান। এরপর দলীয় ৩১ রানে ষষ্ঠ আইচ মোল্লাহ (১৩) বিদায় নেওয়ার পর ৫০ রানের মাথায় একই পথে হাঁটেন আবদুল্লাহ আল মামুন (৪)। এরপর ১ রান যোগ হতেই আরও ২ উইকেট হারায় বাংলাদেশ।
৫১ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশকে ১০০ ছুঁইছুঁই সংগ্রহ পাইয়ে দেন ১১-এ নামা রিপন মণ্ডল। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই লোয়ার অর্ডার ব্যাটার ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন। ৩৬তম ওভারে শেষ উইকেট হিসেবে বিদায় নেওয়া নাইমুর রহমান ২৭ বলের মোকাবিলায় করেন ১১ রান।
বল হাতে ইংলিশ যুবাদের মধ্যে পেসার জশুয়া বয়ডেন ৯ ওভারে মাত্র ১৬ রানেই নেন ৪ উইকেট। ২ উইকেট নিয়েছেন টমাস অ্যাস্পিনওয়াল। ১টি করে উইকেট গেছে জেমস সেলস, ফাতেহ সিং এবং অধিনায়ক টম প্রেস্ট।
সূত্র : বিডি-প্রতিদিন
সাকিব আহমেদ / ১৬ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি