সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
অনলাইন ডেস্ক :: সময় ভালো যাচ্ছে বিরাট কোহলির। সম্প্রতি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। যদিও দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করে দিয়ে লড়াই করাই তার নেশা। ভারতকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। তার অধীনেই সবচেয়ে বেশি জয় পেয়েছে ভারত।
তারপরও তার টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার খবরে ব্যথিত হয়েছেন অনেকে। সে প্রসঙ্গ টেনেই স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আনুশকা শর্মা। অভিনেত্রী স্ত্রী লেখেন, ‘ভারতের অধিনায়ক হিসেবে তোমার অবদানে আমি গর্বিত। তোমার নেতৃত্বে যেভাবে টিম এগিয়েছে, তা বহুবার আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু তুমি কি জানো, এসব থেকেও তোমার নিজের মধ্যে যে বৃদ্ধি হয়েছে তাতে আমি আরও বেশি গর্বিত। ’
তিনি লেখেন, ‘তোমার শক্তির প্রতিটি কণা তুমি মাঠে দেওয়ার চেষ্টা করেছ। প্রতিটি হারের পর তোমার কান্না ভেজা চোখ আমি দেখেছি…হার তোমায় ভাবাত, কী করা যেত আর? এই জন্যই তো তুমি তুমিই সকলের থেকে আলাদা। তুমি তো ভান করতে পার না, বিরাট। তুমি যে শুদ্ধ। ’
সবশেষে স্বামীকে নিয়ে ‘পিকে’খ্যাত তারকা বলেন, ‘তুমি পদের লোভ করোনি কোনোদিন। তুমি সীমাহীন, আমাদের মেয়েও তার বাবার এই সাত বছরের জার্নি থেকে বহু কিছু শিখবে। যা করেছ ভালো করেছ। ’ ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি ও আনুশকা। আর বিয়ের তিন বছর পর তাদের সংসারে আসে প্রথম কন্যাসন্তান বামিকা।
বিডি-প্রতিদিন
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি