সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
সিলনিউজ ডেস্ক:: কয়েক দশকের পুরোনো প্রচলিত পদ্ধতি ব্যবহার করে নতুন একটি কোভিড-১৯ টিকা তৈরি করেছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন বিজ্ঞানীরা। এটি মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উৎপাদন ও বিতরণে সস্তা এবং আরও সহজলভ্য (পেটেন্ট ফ্রি) হবে বলে জানা গেছে। নতুন টিকাটির নাম ‘কর্বেভ্যাক্স’
এদিকে সবশেষ ২৪ ঘণ্টায়ও বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যু ও শনাক্ত দুটোই কিছুটা কমেছে। ভারতে দৈনিক সংক্রমণ সামান্য কমে প্রায় পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ৩ শতাধিক মানুষের। চীনের বেইজিংয়ে প্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান, রয়টার্স ও এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের বেইলর কলেজ অব মেডিসিনের টেক্সাস চিলড্রেনস হসপিটাল সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্টের চিকিৎসা বিজ্ঞানী পিটার হোটেজ ও মারিয়া বোটাজ্জির নেতৃত্বে একটি গবেষক দল নতুন টিকাটি আবিষ্কার করেছে। তারা ২০১১ সাল থেকে সার্স ও মার্সের জন্য টিকার প্রোটোটাইপ তৈরি করছেন। এটিকে তারা নতুন কোভিড টিকা তৈরি করার জন্য পুনর্গঠন করেছেন। একই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বে আর ৬০টি বিভিন্ন রোগের টিকা উদ্ভাবন করা হয়েছে। গবেষক বোটাজ্জি বলেছেন, তাদের টিকাটি অনন্য, কারণ এটি পেটেন্ট ফ্রি। যাদের সক্ষমতা আছে তারা এটি পুনঃউৎপাদন করার অনুমতি পাবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যে কেউ হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করতে পারে বা ব্যাকটেরিয়া বা মাইক্রোবিয়ালভিত্তিক প্রোটিন তৈরি করার ক্ষমতা রাখে, আমরা যা করি তা প্রতিলিপি করতে পারে।’
বিশ্বব্যাপী টিকা নিয়ে পেটেন্ট যুদ্ধ সম্প্রতি বেশ উত্তপ্ত হয়েছে। ফাইজার, মডার্না ও জনসনের কাছে তাদের টিকা তৈরির প্রযুক্তি উন্মুক্ত করার জোর দাবি জানানো হচ্ছে। ইতোমধ্যে এটি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় আইনি লড়াই শুরু হয়েছে। ‘কর্বেভ্যাক্সে’র ক্লিনিকাল ট্রায়াল ডেটা সম্পদের সীমাবদ্ধতার কারণে এখনো প্রকাশ করা হয়নি, তবে টেক্সাস চিলড্রেনস হাসপাতাল বলেছে, টিকাটি মূল কোভিড-১৯ ধরনের বিরুদ্ধে ৯০ শতাংশরে বেশি এবং ডেল্টা ধরনের বিরুদ্ধে ৮০ শতাংশের বেশি কার্যকর। আর ওমিক্রনের বিরুদ্ধে এর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। নতুন টিকাটি তৈরিতে হেপাটাইটিস বি টিকা তৈরির পদ্ধতি ব্যবহার করা হয়েছে। গবেষক বোটাজ্জি বলেন, টিকাটি পেটেন্ট ফ্রি করার কারণ হচ্ছে মানবতার সেবা এবং বৃহত্তর বৈজ্ঞানিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা সম্প্রসারিত করা। তিনি আশা করেন, তাদের পদক্ষেপ অন্যদেরকে অনুপ্রাণিত করবে। অন্যান্য রোগ ও ভাইরাসের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য টিকা তৈরির পথ প্রসারিত হবে।
বিশ্বে মৃত্যু ও সংক্রমণ কমেছে : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৬০৫ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। করোনা মহামারিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার ২৬৩ জনে। এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৫৩ হাজার ৪১১ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমেছে আট লাখের বেশি। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ১১০ জনে। রোববার সকালে ওয়ার্ল্ডোমিটারস ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতে দৈনিক সংক্রমণ প্রায় পৌনে ৩ লাখ : ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৭১ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা শনিবারের তুলনায় ২ হাজার ৩৬৯ জন বেশি। দেশটিতে মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৮ শতাংশ। এ সময় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৪ জন। এই নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৬৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত ৭ হাজার ৭৪৩ জনের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে কোভিড-১৯ বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিধিনিষেধ অনুযায়ী, অর্ধেক উপস্থিতি নিয়ে চলবে সরকারি অফিস। আর বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের জিম, সুইমিংপুল ও সেলুন।
বেইজিংয়ে প্রথম ওমিক্রন শনাক্ত : চীনের রাজধানী বেইজিংয়ে প্রথম স্থানীয়ভাবে ওমিক্রনের কেস শনাক্ত হয়েছে। উইন্টার অলিম্পিক গেমস শুরুর কয়েক সপ্তাহ আগেই স্থানীয়ভাবে সেখানে ওমিক্রন শনাক্ত হলো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে শনিবার বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এক সংবাদ সম্মেলনে বেইজিংয়ের ডিজেজ কন্ট্রোল অথরিটির এক কর্মকর্তা বলেন, ল্যাব টেস্টের মাধ্যমে একজনের দেহে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি