শাঁওলি মিত্রের চিরবিদায়

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

শাঁওলি মিত্রের চিরবিদায়

অনলাইন ডেস্ক :: চিরবিদায় নিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলি মিত্র। রোববার দুপুরে কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শাঁওলি মিত্র নাট্যকিংবদন্তি শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের মেয়ে।

প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে ‘বঙ্গবালা’র চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান শাঁওলি মিত্র। এ ছাড়া অভিনয় করেছেন ‘বিতত বিতংস’, ‘ডাকঘর’, ‘নাথবতী অনাথবত’, ‘পুতুল খেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’, ‘হযবরল’, ‘চণ্ডালী’, ‘পাগলা ঘোড়া’, ‘পাখি’, ‘গ্যালিলিওর জীবন’-এর মতো একাধিক সাড়া ফেলা নাটকে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে পদ্মশ্রী পুরস্কার পান শাঁওলি মিত্র। এ ছাড়া ২০০৩ সালে সংগীত-নাটক একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে বঙ্গ-বিভূষণ পুরস্কার পান তিনি।

সন্ধ্যায় সিরিটি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিকে শাঁওলি মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
14151617181920
21222324252627
28293031   
       
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ